মোহনপুররাজশাহী সংবাদ
মোহনপুরে মাদকসহ গ্রেফতার ২
মোহনপুর প্রতিনিধি : রাজশাহীর মোহনপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২ পিচ ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বাটুপড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় আমিনুল সরদারের কাছে থেকে ২১পিচ ইয়াবা এবং অপর আসামি জোবায়ের কাছে থেকে ১১ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন উপজেলার আকুবাড়ি পূর্ব পাড়ার ইউনুস সরদারের ছেলে আমিনুল সরদার (৪৩), একই গ্রামের আবদুল হাকিমের ছেলে জোবায়ের রহমান(২৪)। এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোস্তাক আহম্মেদ জানান,তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হলে রোববার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।