মুজিববর্ষে রাজশাহীর আম থাকবে বিষমুক্ত
নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকারের ঘোষিত মুজিববর্ষ শুরু হচ্ছে এ বছরের ১৭ মার্চ। আগামী বছরের ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষ উদযাপন করা হবে। এই সময়ের মধ্যেই আগামী মে মাস থেকে রাজশাহীর গাছ থেকে নামবে আম। এবার মুজিববর্ষে আমের মৌসুমে রাজশাহীর আম থাকবে শতভাগ রাসায়নিকমুক্ত। এ ব্যাপারে কঠোর নজরদারি করবে প্রশাসন। রাজশাহীর জেলা প্রশাসক মো. হামিদুল হক বিষয়টি জানিয়েছেন। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন। জেলা প্রশাসক বলেন, আম নামানোর সময়সীমা বেঁধে দেয়ার কারণে এমনিতেই রাজশাহীর আমে কোনো ধরনের রাসায়নিক প্রয়োগের সুযোগ পান না চাষিরা। এবার মুজিববর্ষে বিষয়টি আরও ভালোভাবে নজরে রাখা হবে। তিনি বলেন, কৃষি বিভাগের সঙ্গে সমন্বয় করে শতভাগ আম নিশ্চিত করা হবে। এবার মুজিববর্ষে রাজশাহীর বিষমুক্ত আম হবে জাতির জন্য উপহার।