মান্দার সতিহাটে বিঅারটিসি বাসের ধাক্কায় ১ ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু!
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় বিঅারটিসি বাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।
বুধবার বিকেল পোনে ৫ টার দিকে উপজেলার গনেশপুর ইউপির শ্রীরামপুরের সতিহাট ঋৃষিপাড়া নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যাক্তি হলেন, কাঁশোপাড়া ইউপির সিংগীহাট-পাইকপাড়া গ্রামের অাব্দুল জব্বারের ছেলে দুলাল হোসেন (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানচালক দুলাল হোসেন ঋৃষিপাড়ায় (যেখানে ঝাঁকা-ডালি বুনায়,সেখানে) দাঁড়িয়ে ছিলো। এমতাবস্থায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের ঋৃষিপাড়া নামক স্থানে মহিলা মাদ্রাসার কাছে রাজশাহী হতে নওগাঁমূখী একটি বিঅারটিসি যাত্রিবাহী বাস নওগাঁর দিক থেকে অাসা একটি ট্রাককে সাইড দিতে দিয়ে ভ্যানগাড়িটিকে সামনে সজোড়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তারেকুর রহমান সরকার সংবাদ চলমান কে
ভ্যানচালক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধারের চেষ্টা চলছে।