নওগাঁরাজশাহী সংবাদ
ভুল চিকিৎসায় অন্তসত্যার মৃত্যু, মৃতদেহ রেখেই পালিছে চিকিৎসক
নওঁগা প্রতিনিধি: নওগাঁ ডায়বেটিক হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মরদেহ অপারেশন থিয়েটারে রেখেই পালিয়ে গেছে চিকিৎসক।
বুধবার (১ জানুয়ারি) সকালে, প্রসব ব্যাথা নিয়ে নওগাঁ ডায়বেটিক হাসপাতালে ভর্তি হন ইতি বেগম। দুপুরে তাকে নেয়া হয় অপারেশন থিয়েটারে। ঘণ্টা দুয়েক পর কাউকে না জানিয়ে পালিয়ে যায় চিকিৎসক। পরে, স্বজনরা জানতে পারেন মারা গেছেন ইতি।
নওগাঁ সদর থানার ওসি সোহারাওয়ার্দী হোসেন জানান, ঘটনা তদন্তে কাজ করছেন তারা। দোষী ব্যক্তিকে যথাযথ প্রমাণের ভিত্তিতে দ্রুত গ্রেপ্তার করা।