রাজশাহী সংবাদ
বিসিএস পরীক্ষা উপলক্ষে রাজশাহীতে আরএমপি’র নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক : আজ শনিবার থেকে শুরু হয়েছে ৪০ তম বিসিএস এর লিখিত পরীক্ষা। পরীক্ষার্থীদের নিরাপত্তা স্বার্থে সকল প্রকার মিছিল,মিটিং, সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
আজ শনিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুসের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ জানুয়ারী থেকে ৮ জানুয়ারী নগরীর রাজশাহী মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪০তম বিসিএস এর পদসংশ্লিষ্ট বিষয়সমূহের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে ৪ জানুয়ারীর থেকে ৮ জানুয়ারী পর্যন্ত শুধুমাত্র পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।