বিপুল সংখ্যক ইয়াবাসহ রাজশাহী বাস টার্মিনালে মাদক ব্যবসায়ী আটক
বিপুল সংখ্যক ইয়াবাসহ রাজশাহী বাস টার্মিনালে মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর বাস টার্মিনালে বিপুল সংখ্যক ইয়াবাসহ ডালিম মিয়া (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার বিকেলে নগরীর শিরোইল বাস টার্মিনালে অবস্থিত হানিফ ট্রাভেলস এর সামনে থেকে তাকে আটক বোয়ালিয়া মডেল থানার এসআই আব্দুল মতিন ও সঙ্গীয় ফোর্স । এ সময় তার শরীর তল্লাশী চালিয়ে ১৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত ডালিম মিয়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মির্জাপুর এলাকার সাইফুদ্দীন ইসলামের ছেলে।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় উদ্দেশ্যে ইয়াবাগুলি নিয়ে যাওযায় সময় রাজশাহী টার্মিনালে এলাকায় বাসটি বিরতি দেয়।এ সময় হানিফ ট্রাভেলস এর টিকিট কাউন্টারের সামনে ফুটপাতের উপর দাড়িয়ে থাকা ডালিম মিয়‘র দেহ তল্লাশী করে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানায়, আটককৃত ডালিম মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।