রাজশাহী সংবাদ
বিএনপি’র কার্যালয় ভাঙ্গায় রাজশাহী মহানগর বিএনপি’র নিন্দা
রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি, সাবেক রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কার্যালয় পরিদর্শনে গিয়ে এই প্রতিবাদ জানান।
এসময়ে তাঁরা বলেন, হিংসাত্বকভাবে প্রয়োজনের থেকে বেশী অফিস ভেঙ্গেছে কর্তৃপক্ষ। আসলে সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করার অভিপ্রায়ে এম আচরণ করছে।
কিন্তু অফিস ভেঙ্গে কিংবা নির্যাতন ও খুন, গুম ও গায়েবী মামলা দিয়ে বিএনপিকে কোনভাবেই দমানো বা নিশ্চিহ্ন করা যাবেনা বলে জানান তাঁরা। তাঁরা দ্রুত সময়ে মধ্যে বর্ধিত ভাঙ্গা অংশ মেরামত করার জন্য কর্তৃপক্ষের নিকট দাবী জানান।