বাঘারাজশাহী সংবাদ
বাঘায় ভিমরুলের কামড়ে যুবকের মৃত্যু
বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ভিমরুলের কামড়ে (হুলে) মইনুদ্দিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পদ্মার পলাশিফতেপুর চরে এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, বাঘা উপজেলার পদ্মার ফলাশিফতেপুর চরের ইনছান আলীর ছেলে মইনুদ্দিন (৪৫) নামের এক যুবক মাঠ থেকে নিজ বাড়িতে যাচ্ছিল। এ সময় ভিমরুলের দল তাকে আক্রমন করে। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় সে বাড়িতে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নেয়ার পথে মারা যায়।
এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল আযম বলেন, সে অতিদরিদ্র পরিবারের সন্তান। সে দিন মুজুরের কাজ করে। মাঠ থেকে কাজ করে বাড়িতে ফেরার পথে তার নিজ এলাকায় ভিমরুলের দল আক্রমন করে। পরে সে মারা যায়।