বাঘারাজশাহী সংবাদ
বাঘায় খেজুর গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় খেজুর গাছ থেকে পড়ে নিরঞ্জন সরকার (৬৩) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিরঞ্জন সরকার বিনোদপুর গ্রামের মৃত রামলাল সরকারের ছেলে।
জানা যায়, বাড়ির পাশে মাঠে খেজুর গাছ থেকে খড়ি (শুকনো ডাল) সংগ্রহের জন্য নিরঞ্জন সরকার খেজুর গাছে উঠে। গাছে উঠার কিছুক্ষণ পর কোমরে বাধা রশি ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন মনিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম। তবে তাকে শনিবার সকাল (১১ জানুয়ারী) মীরগঞ্জ মহাশ্মশান ঘাটে শেষ দাহকার্য সম্পন্ন করা হয়েছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। এছাড়া এ বিষয়ে কেউ অবগত করেনি।