বাঘারাজশাহী সংবাদ
বাঘায় ইয়াবাসহ গ্রেফতার ৩
বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় চল্লিশ পিচ ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, উপজেলার উত্তর মিলিকবাঘা গ্রামের রুবান আলীর ছেলে হৃদয় আলী, চকছাতারী গ্রামের নজরুল ইসলামের ছেলে সুমন আলী ও কালিদাসখালী গ্রামের রকমত আলীর ছেলে আতিয়ার হোসেন। পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়েছে।
রোববার (২৪-নভেম্বর) তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম ।