বাগমারায় শারদীয়া দূর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি সভা অনুষ্টিত
মিজানুর রহমান(বাগমারা) প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারায় শারদীয়া দূর্গা পূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য প্রদান করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অনিল কুমার সরকার, বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী প্রদীক কুমার সিংহ, সাধারণ সম্পাদক শীতেন্দ্রনাথ প্রাং, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান-ঐক্য পরিষদের সভাপতি সুনীল কুমার কুন্ড, সাধারণ সম্পাদক হিরেন্দ্রনাথ উকিল, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান-ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য চেয়ারম্যান বিজন সরকার, সাংগঠনিক সম্পাদক নিমাই সরকার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আসলাম আলী আসকান, হামিরকুৎসা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন, বড়-বিহানালী ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন সহ উপজেলার ৭৮টি পূজা মন্দিরের সভাপতি-সম্পাদকবৃন্দ।
উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, উপজেলার ৭৮ টি পূজা মন্দিরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০০ কেজি করে চাউল প্রদান করা হবে সেই সাথে বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হবে। এবছর ৭৮টি পূজা মন্দিরের মধ্যে ১৮টি মন্দিরকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
এদিকে শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে প্রতিটি মন্দিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৭৮ টি মন্দিরে সার্বোক্ষনিক নিরাপত্তায় থাকবে আইন শৃংখলা বাহিনীর সদস্যের পাশাপাশি ৪১২ জন আনসার ভিডিপির সদস্য।