রাজশাহী সংবাদ

পদ্মায় শত বছরের সর্বোচ্চ পানির রেকর্ড ছুঁই ছুঁই !

সংবাদ চলোমান ডেস্ক:

পদ্মা নদী যেন ফুলে-ফেঁপে একাকার। গত ১০ বছরে পদ্মার পানির এত রেকর্ড হয়নি। গত বছরের তুলনায় এবার ৩০ সেন্টিমিটার বেশি উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। আর গত ১০০ বছরে সর্বোচ্চ যে পানির রেকর্ড, সেটিও ছুঁই ছুঁই করছে।

স্থানীয়রা বলছেন, পদ্মায় গত এক যুগেও স্রোতের এত তীব্রতা দেখা যায়নি। পদ্মাসেতুর মাওয়া পয়েন্টে নদী যেভাবে ফুলে-ফেঁপে উঠেছে সেটাও রেকর্ড ছুঁয়েছে।

পানি উন্নয়ন বোর্ড ও পদ্মাসেতু প্রকল্প সূত্রে জানা গেছে, মাসখানেক ধরে স্রোতের তীব্রতার কারণে পদ্মাসেতুতে কোনো স্প্যান বসানো যাচ্ছে না। তাদের মতে, নদীর প্রতিকূল পানিপ্রবাহ সেতুর কাজে বাধা সৃষ্টি করছে।

এদিকে পদ্মাসেতুর ৪১টি স্প্যানের মধ্যে ৩১টি বসানো শেষ হয়েছে। গত মাসের শেষ দিকে সেতুর ৩২তম স্প্যান বসানোর কথা ছিল। বর্তমানে তিনটি স্প্যান পুরোপুরি প্রস্তুত থাকলেও স্রোতের তীব্রতার কারণে বসানো সম্ভব হচ্ছে না।

পদ্মাসেতুর প্রকল্প কর্মকর্তারা জানান, পদ্মায় পানি এখনো বাড়ছে। গতবারের তুলনায় এ বছর ৩০ সেন্টিমিটার (১ ফুট) বেশি উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। পানির পিক স্পিড ৩ দশমিক শূন্য ২ মিটার/সেকেন্ড। আর পদ্মায় সেতু নির্মাণ এলাকায় স্রোতের তীব্রতা আরো বেশি। সেখানে সেকেন্ডে ৩ দশমিক ৭৮ থেকে ৪ দশমিক ২৫ মিটার/সেকেন্ড গতিতে বিপদসীমার ৭০ সেমি ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

পদ্মাসেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, পদ্মায় স্রোতের তীব্রতা কমলেই স্প্যান বসানো শুরু হবে। আগামী নভেম্বরের মধ্যেই বাকি ১০টি স্প্যান স্থাপনের লক্ষ্যমাত্রা রয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button