রাজশাহী সংবাদ

ফেসবুকে সরকারবিরোধী উস্কানীমূলক পোস্ট: রাজশাহীতে আটক ১

নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি, বিভিন্ন আপত্তিকর ‍ও উস্কানীমূলক পোস্ট, ব্যঙ্গ-বিকৃত ছবি ও সরকারবিরোধী পোস্ট করায় রাজশাহী নগরীতে একজনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাতটার দিকে নগরীর রাজপাড়া থানার কেশবপুর ভেড়িভাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র‌্যাব-৫ সদর দফতরের সদস্যরা।

আটককৃতের নাম মো. রাতুল রহমান (৩১)। তিনি নগরীর রাজপাড়া থানার বেতিয়াপাড়া এলাকার মো. আতাউর রহমানের ছেলে।

র‌্যাব-৫ জানায়, রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন কেশবপুর ভেড়িপাড়া সাকিনস্থ গ্রীনমার্ক আইটি নামক দোকানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি, বিভিন্ন আপত্তিকর, উস্কানীমূলক পোস্ট এবং ব্যঙ্গ বিকৃত ছবি ও সরকারবিরোধী পোস্ট করছেন মো. রাতুল রহমান। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল উপ অধিনায়ক মেজর এস এম মোর্শেদ হাসান এর নেতৃত্বে বুধবার (২৩ অক্টোবর) সাতটায় রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন কেশবপুর ভেড়িপাড়া এলাকায় অভিযান চালান। এসময় সাইবার অপরাধী মো. রাতুল রহমানকে হাতেনাতে আটক করা হয়।এসময় ফেইসবুক পোস্টের স্ক্রীণশর্টসহ তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে আসামির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button