সংবাদ সারাদেশসারাদেশ

বাড়ছে ডায়রিয়া-নিউমোনিয়ার প্রকোপ

সংবাদ চলমান ডেস্ক:   তীব্র শীত ও বৈরী আবহাওয়ায় লক্ষ্মীপুরে বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ। এক সপ্তাহে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন পাঁচ শতাধিক রোগী।

হাসপাতালের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। এখনো দুই শতাধিক রোগী ভর্তি রয়েছেন।

একই দৃশ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর। পর্যাপ্ত বেড না থাকায় হাসপাতালের মেঝেতে বিছানা করেছেন রোগীরা।

সদর হাসপাতালের চিকিৎসক ও রোগীর স্বজনরা জানান, ভর্তির পর হাসপাতাল থেকে খাবার স্যালাইন ও ওষুধ দেয়া হয়েছে। রোগীর চাপ বাড়ায় সবাইকে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মোরশেদ আলম হিরু বলেন, আমাদের শিশু ওয়ার্ডে বেড মাত্র ১৫টি। অথচ প্রতিদিন চিকিৎসা নিতে আসছে ৫০-৬০ জন শিশু। সবাইকে ভর্তি করা যাচ্ছে না। তাই প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ দিয়ে অনেককে বাড়ি পাঠিয়ে দেয়া হচ্ছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আরএমও ডা. আনোয়ার হোসেন বলেন, একশ শয্যার হাসপাতাল চলছে ৫০ শয্যার জনবলে। এছাড়া পর্যাপ্ত বেড না থাকায় নতুন রোগীদের মেঝেতে বিছানা করে দেয়া হয়েছে।

আরএমও আরো বলেন, হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করা হচ্ছে। নতুন ভবনের নির্মাণ কাজ চলছে। আশা করি, নতুন ভবন চালু হলে রোগীরা আশানুরূপ সেবা পাবেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button