পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানের যাত্রী নিহত
পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানের এক যাত্রীর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উপজেলার বিড়ালদহ মাইপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যান যাত্রীর নাম সিফাত আলী (২৫)। তিনি উপজেলার বানেশ্বর ইউনিয়নের টুনাপাড়া গ্রামের হাতেম আলীর ছেলে। তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন পবা হাইওয়ে পুলিশ শিবপুর ফাঁড়ির ইনচার্জ এসআই কাজল কুমার নন্দী।
তিনি জানান, ব্যাটারিচালিত অটো ভ্যানে করে তিনি সংযোগ সড়ক থেকে মহাসড়কে উঠার সময় নাটোরগামী একটি অজ্ঞাত ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় সিফাতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ঘটনার পর ঘাতক ট্রাক ও ব্যাটারি চালিত অটো ভ্যান পালিয়ে যাওয়ায় কাউকেই আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের কাছে খবর দেয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।