পুঠিয়ায় জেলা পরিষদের সদস্য দোহাই দিয়ে চলছে অবৈধ পুকুর খনন
ইসরাত জাহানঃ কিছুতেই যেন থামছেনা অবৈধ পুকুর খননের হিড়িক, এবার জেলা পরিষদের নির্বাহী সদস্যের নাম ভাংগিয়ে করছে পুকুর খনন । পুঠিয়া উপজেলার বিলমাড়িয়া গ্রামের প্রভাব শালী ফজল নিজেকে রাজশাহী জেলা পরিষদের সদস্য নাম ভাংগিয়ে বাড়ির পাশের ধানি জমিতে পুকুর খননে এলাকাবাসী বিচলিত হয়ে পড়েছে।
সরে জমিনে প্রতিবেদনে গেলে এমন তথ্য উঠে আসে এলাকাবাসী অভিযোগ করে বলেন ফজল মিয়া এই ১৪ বিঘা ধানী জমিতে পুকুর খনন করলে এই অঞ্চলের অনেক কিছুই পানি বন্দি হয়ে পড়বে।
ফজল আলীর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন তিনি পুঠিয়া উপজেলা নির্নাহী কর্মকর্তার নাম এমন কি জেলা প্রশাসকের নাম পর্যন্ত ব্যবহার করছে এই অবৈধ পুকুর খননে। মুঠো ফোনে ফজল আলীর নিকট পুকুর খননের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ২০১৮ সালে হাইকোর্ট থেকে রিট নিয়ে এসেছি সেই রিটেই পুকুর খনন করছি। তিনি আরো বলেন ডিসি সাহেব কে আমার কথা বলেন ।
তবে ফজল আলীর সব চাপাবাজীর কথা মিডিয়া কর্মীর নিকট স্পষ্ট হয়ে যায় রাতের আধারে পুকুর খনন করায়। এলাকাবাসী জানায়, রাতের আধারেই অধিকাংশ সময়ে পুকুর খননের কাজ করছে তারা ।