পুঠিয়ারাজশাহী সংবাদ

পুঠিয়ায় আগুনে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়ায় আগুনে দগ্ধ আমেনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধা আমেন বেগম পুঠিয়া পৌরসভার বারইপাড়া ওয়ার্ডের মৃত ভাদু মন্ডলের স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, গতকাল মঙ্গলবার সকালে শীত নিবারণের জন্য তার বাড়ির আঙ্গিনায় আগুন জালিয়ে আমেনা বেগম আগুন পোহাচ্ছিলেন। আগুন পোহানের এক পর্যায়ে আমেনা বেগমের কাপড়ে আগুন লেগে যায়।

মুহুর্তের মধ্যে আগুন তার শরীরে ছড়িয়ে পড়ে। সেসময় আমেনা বেগম চিৎকার শুরু করলে আশে পাশের লোকজন এসে আগুন নিভায়। ততক্ষনে আমেনা বেগমে শরীরের প্রায় প্রতিটি অঙ্গ পুড়ে যায়।

ওই সময় তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার আবস্থার আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে রামেক হাসপাতালে প্রেরণ করনে। পরে তাকে রামেক হাসপালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।

রামেক হাসপাতালের বার্ণ ইউনিটের চিকিৎসাধীন অস্থায় মঙ্গলবার রাত্রি ১১টার সময় তার মৃত্যু হয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button