পুঠিয়ারাজশাহী সংবাদ
পুঠিয়ায় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় মাদক ব্যবসায়ী বাবুকে (৪৫) অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-৫) এর সদস্যরা। বাবুকে উপজেলার বানেশ্বর নামাজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ বৃহস্পতিবার র্যাব-৫ এর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র্যাব-৫ জানায়, বুধবার (২১ নভেম্বর) দিবাগত রাতে তাকে রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এসময় তার থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় কয়েকটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে র্যাব জানায়।