পুঠিয়ার সাবেক ওসি রাজশাহীর জেলা পুলিশ সুপার সহ তিন পুলিশ কর্মকতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ- উচ্চ আদালতের
নিজস্ব প্রতিবেদক:
পুঠিয়ায় পরিবহন শ্রমিক নেতা নুরুল হত্যা মামলায় ওসি শাকিলের বিরুদ্ধে এজাহার বদলের কারসাজির প্রমাণ মিলেছে। ওসি শাকিল আহম্মেদসহ পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ। আগের এজাহার সংযুক্ত করে পিবিআই ও দুদককে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পিবিঅাই কর্মকতা বনজ কুমার কে পূর্বের এজাহারভূক্ত অাট অাসামীকে এজাহারভূক্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ১১ জন রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঠালবাড়ীয়া গ্রামে এএসএস ইটভাটায় পরিবহন শ্রমিক নেতা নূরুল ইসলামের লাশ পাওয়া যায়। তার বাড়ি উপজেলার ধোপাপাড়া গ্রামে। এ ঘটনায় নিহত নূরুলের মেয়ে বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে পুঠিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নুরুল ইসলাম উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি ও উপজেলার জিউপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি পুঠিয়া উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি।