পা হারানোর পরেও থামেনি মনিরুলের জীবন সংগ্রাম
বিমল দাস,অাদালত প্রতিনিধি: জীবন ও জীর্বিকার তাগিতে প্রতিনিয়তো মানুষ ছুটে চলে একস্থান থেকে অন্য স্থানে কিন্তু যাদের ছুটে চলার সাহস অাছে কিন্তু শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গের হানি ঘটার কারনে ছুটে চলার মতো দুটি পা’ নেই কেবলমাত্র তারাই বোঝে পৃথিবীতে বেঁচে থাকাটা কতটা সংগ্রাম। তেমনই একজন মানুষ নাম তার মোঃ মনিরুল ইসলাম প্রায় দোখা যেতো রাজশাহীর কোর্ট এলাকায় ভিক্ষাবৃত্তি করতে।
কিন্তু বর্তমানে রাজশাহী জেলা প্রশাসকের অনুদানের বিশ হাজার টাকা দিয়ে কোর্ট এলাকাতেই শুরু করেছেন একটি চা বিস্কুটের ভাম্যমান দোকান।
মনিরুল ইসলাম জানান, অামার পা নেই তাই কেউ অামাকে কাজে নিতে চায় না তাই বেঁচে থাকার লাড়াইয়ে বাধ্য হয়েই ভিক্ষাবৃত্তি করতে হতো। জেলা প্রশাসক স্যারের অফিস থেকে বিশ হাজার টাকা দিয়ে এই ব্যবসাটা শুরু করেছি বর্তমানে অামার সংসার ভালোই চলছে।
রাজশাহী জেলা প্রশাসকের অনুদান থেকে মনিরুলের মতো অারো ১৯ জন ভিক্ষুক’কে ২০ হাজার করে টাকা দেয়া হয়েছে বলে জানান মনিরুল।