রাজশাহী সংবাদ
পাওনা টাকার জেরে রাজশাহীতে কলেজ ছাত্রকে ছুরিকাঘাত
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পাওনা টাকার জেরে ছুরিকাঘাতে সোহান(২১) নামে এক কলেজ ছাত্রকে আহত হয়েছে। আজ রোববার দুপুর দেড়টায় দিকে নগরীর সিএন্ডবি মোড়ের গণপূর্ত মসজিদ গেটে এ ঘটনা ঘটে।
আহত সোহান(২১) নগরীর ভাটা পাড়া এলাকার রাজেক এর ছেলে। সে কোর্ট কলেজের এইচএসসির ছাত্র।
জানা যায়, রোববার দুপুরে সিএন্ডবি মোড়ের গণপূর্ত মসজিদ গেটে পাওনা টাকার জের ধরে সোহানকে মারামারিতে ছুরিকাঘাত করে নগরীর চন্ডিপুর এলাকার দীপ্ত(২২) ও শামীম(২২)। তার বুকের মাঝে ছুরিকাঘাত করা হয়।
পরে আহত অবস্থায় স্হানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৫নং ওয়ার্ডে ভর্তি করে। বর্তমানে সে চিকিৎসাধীন করেছে।
বিস্তারিত আসছে…