নগরীতে একাধিক মাদক মামলার আসামি ও মাদক সম্রাজ্ঞী চম্পা আটক
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে একাধিক মাদক মামলার আসামি হেরোইন ও ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী চম্পা (৪৫) কে আটক করেছে পুলিশ।
সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর মতিহার থানাধীন মিজানের মোড় এলাকা থেকে তাকে আটক করে মতিহার থানার সেকেন্ড অফিসার এস আই আব্দুর রহমান, এস আই সাহাবুল ও সঙ্গীয় ফোর্স।
এ সময় তার নিকট থেকে ৭০ গ্রাম হেরোইন ও ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত চম্পা মিজানের মোড় এলাকার মৃত আনারুল ইসলামের স্ত্রী।
এস আই আব্দুর রহমান জানান, চম্পার বিরুদ্ধে মতিহার থানায় ৫টি মাদক মামলা আছে। তিনি আরো বলেন, খোদ্দারের নিকট মাদক বিক্রির সময় তাকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়।
স্থানীয়দের মতে মাদক সম্রাজ্ঞী চম্পা গত ৩০ বছর যাবত এ এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।
আটককৃত চম্পার বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রয় আইনে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার সময় আটককৃত চম্পাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।