চাপাইনবাবগঞ্জরাজশাহী সংবাদ

গুজব প্রতিরোধে কাজ করছে ‘চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইন’

 চাঁপাইনবাবগঞ্জ  প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইন’ গুজব প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বুধবার বিকেলে পৌর মিলনায়তনে এক মতবিনিময়ে এ মন্তব্য করেন জেলার শিক্ষাবিদ, সাহিত্যিকসহ গুণীজনরা।

সভায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. প্রফেসর মাযহারুল ইসলাম তরু, এডিশনাল এসপি ফজল-ই-খুদা, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আজমল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইনের সভাপতি ডা. মোশফিকুর রহমান, প্রধান সমন্বয়ক ডা. মো. মাহফুজ রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইন মানবতার পক্ষে কাজ করছে। জেলার আনাচে-কানাচে ঘটে যাওয়া মানবিক বিপর্যয়ের কথা উঠে আসছে এ প্ল্যাটফর্মের মাধ্যমে। গুজব প্রতিরোধ, ইভটিজিং, বাল্যবিয়ে রোধ, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন কর্মকাণ্ডে সফলভাবে অংশ নিয়েছে সংগঠনটি।

সংগঠনের সভাপতি ডা. মোশফিকুর রহমান জানান, ‘তারূণ্যের বিজয়, মানবতার সেবায়’ স্লোগানে ২০১৯ সালে যাত্রা শুরু করে ফেসবুকভিত্তিক প্লাটফর্ম ‘চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইন’। এক বছরে এ সংগঠনের সদস্য সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button