নওগাঁরাজশাহী সংবাদ
নওগাঁর পত্নীতলার ঘোলাদিঘী গ্রামের অসহায় কৃষক প্রতারণার ফাঁদে পড়ে সর্বোচ্চ হারিয়ে পথে পথে ঘুরছে।
পত্নীতলা উপজেলার ঘোলা দীঘি গ্রামের মৃত জসিম উদ্দিন মন্ডলের ছেলে আব্দুল লতিফ ২০১২ সাল হতে চট্টগ্রাম জেলার পাঁচলাইশ উপজেলা নাজির পাড়া গ্রামের মৃত আবুল কাশেম এর পুত্র ফরহাদ উদ্দীন এর সাথে আমের ব্যবসা বন্ধুত্বের সাথে শুরু করে, এরই ধারাবাহিকতায় চালাক চতুর ফরহাদ উদ্দীন আব্দুল লতিফকে প্রস্তাব দেয় বড় ধরনের একত্রিত জমি লিজ নিয়ে একসঙ্গে আম বাগান করার।
প্রস্তাবটি মেনে নিয়ে আব্দুল লতিফ ২০১৩ সালে সাপাহার উপজেলার গোডাউন পাড়া গ্রামের নিকটবর্তী পুরাতন সাপাহার ১৩৪ নম্বর মৌজায় প্রথম ২৬ বিঘা জমি লিজ নিয়ে নিজের খরচে ৯৩০০ টি গাছ লাগিয়ে রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করে। উক্ত ২৬ বিঘা জমির।