ধর্ষণের প্রতিবাদে রাজশাহী কলেজে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ ও রাজশাহীর গোদাগাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টার দিকে কলেজ প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন শুরু হয়। মানববন্ধন থেকে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
প্রায় ঘণ্টাব্যাপী এই মানবন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশে ধর্ষণের মতো ভয়াবহ ঘটনা বেড়েই চলেছে। আমাদের নিরাপত্তার কথা ভাবতেই আঁতকে উঠি। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যখন ধর্ষিত হতে পারে, গোদাগাড়ীতে কাউন্সিলরের বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে, সেখানে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা এই ঘটনার তীব্র নিন্দা নিন্দা ও প্রতিবাদ জানাই।
মানববন্ধনে বক্তব্য রাখেন- রাজশাহী কলেজ পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো. আনিসুর রহমান আনিস, রাজশাহী কলেজ ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক রাসিক দত্ত, ফরহাদ হোসেন বিপ্লব প্রমুখ। মানববন্ধনে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।