রাজশাহী সংবাদ

দৃষ্টি প্রতিবন্ধীরা সমাজের জন্য বোঝা নয়, রাজশাহী জেলা পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক : ১২ তম আন্তর্জাতিক সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০১৯ উপলক্ষে জাতীয় অন্ধ সংস্থা রাজশাহী শাখা ও রাজশাহী জেলা পুলিশের যৌথ আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় সাদাছড়ি দিবস উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে নওদাপাড়া বাজার থেকে শুরু হয়ে স্কাউট ভবনে গিয়ে শেষ হয়। পরে নওদাপাড়া স্কাউট ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম। সভাপতিত্ব করেন, রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দীন এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মাদ শফিকুল হক ও জাতীয় অন্ধ সংস্থা, রাজশাহী শাখার সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান খান।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, দৃষ্টি প্রতিবন্ধীরা বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করে সমাজের উন্নয়নে অংশ গ্রহণ করছেন। সমাজের জন্য আজ তারা কোনো বোঝা নয় এবং বর্তমানে সরকার তাদের ব্যাপারে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যাপারে সমাজের সকলকে সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের সাদাছড়ি বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button