দূর্গাপুররাজশাহী সংবাদ
দূর্গাপুরে র্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার- ২
নিজস্ব প্রতিবেদক:
দূর্গাপুরে ৭২ পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। অাজ (১৯ অক্টোবর) শনিবার সন্ধ্যা ৬ টার দিকে রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন পুরানতাহিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, দূর্গাপুর উপজেলার পুরানতাহিরপুর গ্রামের বাচ্চু হোসেনের ছেলে নাহিদুল ইসলাম বাপ্পী(২৭) এবং গোপালপুর গ্রামের অাজিজ ফকিরের ছেলে বাবুল হোসেন (৩২)।
মাদক বিক্রির সময় তাদের হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় র্যাব।