দূর্গাপুররাজশাহী সংবাদ
দুর্গাপুর থানা পুলিশের অভিযানে অবৈধ পুকুর খনন বন্ধ
রিতা আহমেদ: দুর্গাপুর থানা পুলিশের অভিযানে রাজশাহীর দুর্গাপুরের বাশিয়াল নামক স্থানে ড্রেজার দিয়ে খনন করা অবস্থায় একটি পুকুর খনন বন্ধ করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে থানার অফিসার ইনচার্জ ওসি খুরশীদা বানু কনার নির্দেশে এই অভিযান পরিচালনা করেন থানার সহকারী উপ পরিদর্শক সারোয়ার ও সহকারী উপ পরিদর্শক এরশাদ আলী।
বাশিয়াল গ্রামের টুটুল বলেন, আমার আমবাগান ও পেয়াজের খেত নস্ট করে পুকুর খনন করছিল সংবদ্ধ চক্র আমি বিষয়টি প্রশাসন কে অবহিত করি এরই ধারা বাহিকতায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহন করেছে । দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান অবৈধ্য পুকুর খননের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।