দুর্গাপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালন
দুর্গাপুর প্রতিনিধি:
বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ের উন্নয়ন এ শ্লোগানকে সামনে রেখে রাজশাহী দুর্গাপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়। এ দিবসটি উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
পরে র্যালী শেষে উপজেলা অডিটোরিয়াম হলরুমে জাতীয় সমবায় দিবসের উপর আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভপতিত্বে করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা।
এসময় উপস্থিত ছিলেন,
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা সমবায় অফিসার কাউছার আলী , উপজেলা সহকারি পরির্দশক মনোয়ার হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সমবায় সমিতির সদস্য বৃন্দরা। অনুষ্ঠান শেষে উপজেলার সফল সমবায় সমিতিকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।