দুর্গাপুরে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্মদিন পালন
দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠন আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণি’র ৮০তম জন্মদিন পালন করেছে উপজেলা যুবলীগ। উপজেলা যুবলীগের আয়োজনে গতকাল বুধবার বিকেলে আওয়ামীলীগের কার্যালয়ে প্রতিষ্ঠাতা মণির জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে এই জন্মদিন পালন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম মিঠু। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিনের পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, আওয়ামীলীগে নেতা আবুল কালাম আজাদ বাচ্চু, আমিনুল হক টুলু, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সহসভাপতি মকছেদ আলী,সাধারণ সম্পাদক আবুল বাশার, নওপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি তোফায়েল, গনকৈড় ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম,ঝালুকা ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমরান আলী,সাধারণ সম্পাদক ওমর ফারুক,মাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিঠু,সাধারণ সম্পাদক জনি, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জমির উদ্দিন, ইউপি চেয়ারম্যান সমসের আলী,রিয়াজুল ইসলাম রেন্টু,আজাহার আলী খাঁ, উপজেলা মহিলা যুবলীগের সম্পাদিকা শারমিন আক্তার পলি প্রমূখ। এছাড়াও উপজেলা বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।