দুর্গাপুরে বেলঘরিয়া শেখ রাসেল স্মৃতি বাউল সংঘের ৫৫তম জন্মদিন পালন
দুর্গাপুর প্রতিনিধিঃ রাজশাহী দুর্গাপুর উপজেলার বেলঘরিয়াতে শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৯টায় বেলঘরিয়া শেখ রাসেল স্মৃতি বাউল সংঘের উদ্যোগে এ জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে পানানগর ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা মোস্তাক আহাম্মেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেনে রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা প্রজম্ম লীগের সভাপতি প্রদুৎ কুমার সরকার, সাধারন সম্পাদক নবিবুর রহমান নাবিল,পানানগর ইউনিয়ন আওয়ামীলিগের সাধারন সম্পাদক আদম আলী, জেলা মুক্তিযোদ্ধা প্রজম্ম লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিপন,সহ সম্পাদক নাজমুল সাহাদ,বেলঘরিয়া শেখ রাসেল স্মৃতি বউল সংঘের সাধারন সম্পাদক আশরাফ আলী,সহ সাধারন সম্পাদক আসাদুল ,কোষাধ্যক্ষ সোনামুদ্দিন,সাংগঠনিক সম্পাদক জামাল শরিফ,প্রচার সম্পাদক আরিফ আলী,শ্রী মিলন কুমার, শাহাজামাল,লালবর শ্রী হরেনন্দ্রনাথ, শহিদুল ইসলাম, জামালসহ প্রমখ। অনুষ্টানে অতিথিরা শেখ রাসেলের জীবনী সর্ম্পকে স্মৃতিচারন করেন। পরে শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষে কেক কাটা শেষে বেলঘরিয়া শেখ রাসেল স্মৃতি বাউল সংঙ্গের বাউল সংগীত পরিবেশানা করেন।