নিজস্ব প্রতিবেদক: দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খননে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ভেকু গাড়ীর ১৮ ব্যাটারি জব্দ করা হয়। রোববার বিকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট মহসীন মৃধা এ অভিযান পরিচালনা করেন। এ সময় মহসীন মৃধা পুকুর মালিকদের দ্রুত ভেকু গাড়ী সরিয়ে নেয়ার নির্দেশ দেন।
জানা যায়, রোববার বিকেলে আড়ইল ও বড়ইল বিলে পুকুর খননকারি জাহাঙ্গীর আলমের পুকুরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে অবৈধ পুকুর খননের কাজে নিয়োজিত ভেকু গাড়ীর ১০টি ব্যাটারি জব্দ করা হয়। এরপরে পাশের বিলে অভিযান দিয়ে ৮টি ব্যাটারি জব্দ করা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মহসীন মৃধা বলেন, উপজেলায় একটি চক্র ফসলি জমিতে পুকুর খননের কাজ শুরু করে। এতে কৃষকের শত শত বিঘা জমি জলাবদ্ধতায় শিকার হচ্ছে। যার ফলে উপজেলার বেশি ভাগ উচু আবাদি তিন চার ফসলি জমিতে জলাবদ্ধ হয়ে পড়ছে। এমন অভিযোগের ফলে উপজেলা প্রসাশন নিয়মিত ভ্রাম্যমান একটি টিম কাজ করে চলেছে। সাধারণ কৃষকের জমি রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।