দূর্গাপুররাজশাহী সংবাদ
দুর্গাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহী দুর্গাপুরে আশা নামে চার বছরের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। বুধবার বেলা দুপুর ২টার দিকে উপজেলার কিশোরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুটি ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু আশা বাড়ির উঠানে খেলা করছিল। খেলার ছলে সবার অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে পানিতে পড়ে যায়। এ সময় বাড়ির লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরে দেখে শিশুটির নিথর দেহ ভেসে আছে। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা: আসফাক আলী জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
পরবর্তীতে তার স্বজনরা তাকে নিয়ে যায়।