আন্তর্জাতিক

সৌদি আরবের তেল উৎপাদন কমানোর ঘোষণা

সংবাদ চলমান ডেক্সঃ

সৌদি আরব জ্বালানি তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে । আগামী জুলাই থেকে দেশটি দৈনিক আরো ১০ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে। সৌদির এমন ঘোষণায় বিশ্ব বাজারে তেলের দাম বেড়েছে। খবর রয়টার্সের।

সোমবার সকালের দিকে দেখা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৫১ ডলার বা ২ শতাংশ বেড়ে ৭৭ দশমিক ৬৪ ডলারে দাঁড়িয়েছে। এদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৪১ ডলার বা ২ শতাংশ বেড়ে ৭৩ দশমিক১৫ ডলারে পৌঁছেছে।

দুই বেঞ্চমার্কের দামই বেড়েছে দুই শতাংশ। কারণ সৌদির জ্বালানি মন্ত্রী জানিয়েছে, জুলাই থেকে তাদের উৎপাদন কমবে প্রায় ১০ লাখ ব্যারেল। সম্প্রতি তেলের উৎপাদন সীমিত করার সিদ্ধান্ত নেয় রফতানিকারক দেশ গুলোর সংস্থা ওপেক। এই সংস্থায় রয়েছে রাশিয়াও। তবে স্বেচ্ছায় তেলের উৎপাদন কমানোর ক্ষেত্রে শীর্ষে রয়েছে সৌদি আরব। তেলের দাম বাড়াতেই তাদের এই সমন্বিত পদক্ষেপ।

বিশ্বের ৪০ শতাংশ ক্রুড আসে ওপেক প্লাস থেকে। বর্তমানে দৈনিক সাড়ে তিন মিলিয়ন ব্যারেলের বেশি তেল কম উৎপাদন করে সংস্থাটি, যা বিশ্ব চাহিদার তিন দশমিক ছয় শতাংশ।

এএনজেড বিশ্লেষকরা একটি নোটে বলেছেন, সৌদি আরবের পদক্ষেপটি আশ্চর্য জনক হতে পারে, কারণ কোটাতে সাম্প্রতিক তম পরিবর্তনটি মাত্র এক মাসের জন্য কার্যকর ছিল। বছরের দ্বিতীয়ার্ধে তেলের বাজার আরো কঠিন হবে বলেও মনে করছেন তারা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button