দূর্গাপুররাজশাহী সংবাদ
দুর্গাপুরে উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন, ডাঃ মোঃ মনসুর রহমান
দুর্গাপুর প্রতিনিধি : দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্থানে নানা উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন রাজশাহী-৫আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান।
সোমবার সকাল থেকে তিনি কিসমত গনকৈড় ইউনিয়নের আড়ইল পূর্বপাড়া মোড় হতে আড়ইল উত্তরপাড়া পর্যন্ত ও ভবানীপুর পূর্বপাড়া খালেকের বাড়ি হতে লক্ষীপুর জামে মসজিদ পর্যন্ত সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করেন।
এ সময় সাংসদ ডাঃ মনসুর রহমানের সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহসীন মৃধা, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, দুর্গাপুর থানার ওসি খুরশীদা বানু কনা, ইউপি চেয়ারম্যান আফসার আলী মোল্লা প্রমুখ ।