দুর্গাপুরে ইয়াবা ও চোলাইমদসহ গ্রেফতার ৫
নিজস্ব প্রতিবেদক : দুর্গাপুরে ইয়াবা ও চোলাইমদসহ ৫জনকে গ্রেফতার করেছে থানার পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কুহাড় সাঁজিপাড়া ও আমগ্রাম থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরর পর তাদের জেল-হাজাতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কুহাড় সাঁজিপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র ইয়াবা ব্যবসায়ী রেজাউল ইসলাম রেজা (৪৫), চোলাইমদ সেবী আমগ্রামের কায়েম উদ্দিনের পুত্র হেলাল উদ্দিন (৪০), মোহাম্মাদ আলীপুর পুত্র আব্দুল মালেক (৫০), মৃত আজাহার আলীপুর পুত্র লাহার শেখ (৪০), মকবুল হোসেনের পুত্র এনামুল হক (৩৮)।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা বলেন, মঙ্গলবার দিবাগত রাতে থানার এসআই মাসুদ রানা ও এএসআই সামসুল আলম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার কুহাড় সাঁজিপাড়া হতে ইয়াবা ব্যবসায়ী রেজাউল ইসলাম রেজা ও আমগ্রাম হতে চোলাইমদ সেবী হেলাল উদ্দিন, আব্দুল মালেক, লাহার শেখ, এনামুল হককে গ্রেফতার করে। এদের মধ্যে রেজাউল ইসলাম রেজার কাছে থেকে ১২পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বুধবার মাদকদ্রব্য আইনে মামলা দায়েরর পর দুপুরে তাদের জেল-হাজাতে প্রেরণ করা হয়েছে।