তাহেরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাগমারা প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষ্যে তাহেরপুর ডিগ্রী কলেজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। সকাল ৭.০৫মিনিটে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্প অর্পণ ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি শুরু হয়।
আজ শনিবার সকাল ১০ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়, উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপাধ্যাক্ষ, মোঃ মোবারক আলী।
মোঃ সোহেল রানার সঞ্চালনায় বুদ্ধিজীবীদের স্মরণে মূল্যবান বক্তব্য রাখেন, মোঃমাসুদ রানা, প্রভাষক, মাহবুবুর রহমান বুলু, ও আব্দুর রশিদ এ সময় উপস্থিত ছিলেন ডা. আবু হেনা মোঃ কামারুজ্জাম, মোঃ সিরাজুল করিম, মোঃ মাহাবুর রহমান মধু, মোঃ আ: ওহাব, মোঃ মকবুল হোসেন, মোঃ গোলাম মোস্তফা, মোঃ আরিফুল ইসলাম, মোঃ সুমন, সহ অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রী।
এছাড়াও উপস্থিত ছিলেন মকবুল হোসেন শাহ মকু, আহবায়ক বদ্ধভূমি বাস্তবায়ন পরিষদ, ডা. ইয়াছিন আলী, তাপস সান্যাল, বজলুর রহমান শাহীন, তরুন কুমার, বিশ্বনাথ ভট্টচার্য, সুশান্ত শাহী সহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে ও দোয়া করা হয়।