তানোররাজশাহী সংবাদ
তানোরে ১৮ লিটার মদসহ আটক ৩
তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে ১৮ লিটার চোলাই মদসহ ৩ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। কালনা গ্রামের আদিবাসিপাড়ার সারগাম মার্ডির স্ত্রী ধানী সরেনকে (৫০) নিজ বাড়ি থেকে ১৮ লিটার মদসহ আটক করা হয়।
অপরদিকে, ধানতৈড় গ্রামের আব্দুল হামিদের ছেলে মাহাবুরকে (৩২) মাদক সেবন করার অপরাধে এবং কুঠিপাড়া গ্রামের মৃত ব্যাঙ্গার ছেলে ইদ্রিস আলীকে ওয়ারেন্টের আসামী হিসাবে গ্রেফতার করেন।
তানোর থানা অফিসার ইনর্চাজ ওসি (তদন্ত) রাকিবুল হাসান বলেন, তিনজনকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।