রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের আয়োজনে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নত করণ প্রকল্পের আওতায় আঞ্চলিক ২০২১_ ২০২২ অর্থবছরের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৯ মে সকাল ১১ টায় রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নত করণ প্রকল্পের প্রকল্প পরিচালক ডঃ কামাল খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।

অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ পূর্ণ কৃষি নির্ভরশীল একটি দেশ ,সাম্প্রতিককালে বজ্রপাতে বহুসংখ্যক কৃষক বজ্রপাতে আবাদি জমিতে মারা যাচ্ছে ,এছাড়া বজ্রপাতের আগাম পূর্বাভাস দেওয়ার পদ্ধতি আমাদের নেই, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে সরকারের প্রচেষ্টায় আমরা আমেরিকার নাসা কর্তৃপক্ষের সহযোগিতার আশ্বাস পেয়েছি তারা আমাদের শুধু বজ্রপাত ই নয়, ঝড়, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসেরও আগাম বার্তা আমাদের পাঠাবেন এছাড়া কৃষকদের ঝুঁকিমুক্ত ফসল উৎপাদনে নানা পদক্ষেপের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button