টমেটো বোঝাই ট্রাকে ফেনসিডিল, আটক ৩
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে টমেটো বোঝাই একটি মিনিট্রাক থেকে ১ হাজার ১৬৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে র্যাব। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার হাটচকগৌরি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- পঞ্চগড় জেলার বোদা উপজেলার নন্দাপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে আইয়ুব আলী (২৪), বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চামটা নতুন বাজার গ্রামের নূরে আলম ব্যাপারীর ছেলে রবিউল ইসলাম রনি (৩০) এবং ভোলা সদর উপজেলার উত্তরদিগলদী গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে শামীম হাওলাদার (৩৪)।
র্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে র্যাব-৫ এর একটি দল উপজেলার হাটচকগৌরি বাজার সড়কে অবস্থান নেয়। এসময় একটি টমেটো বোঝাই ট্রাক থামিয়ে সেটিতে তল্লাশি চালানো হয়। ওই ট্রাকে টমেটোর বস্তার ভেতর থেকে ১ হাজার ১৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই ট্রাকে অবস্থান করা তিনজনকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।