রাজশাহী সংবাদ
জি এম এর সংবাদ প্রকাশ হওয়ায় সাংবাদিককে প্রান নাশের হুমকি
স্টাফ রির্পোটার : চলতি মাসের ৪ তারিখে রাজশাহী রেলওয়ে ভবনে রেলওয়ের পশ্চিম জোনের ম্যানেজারের বৈঠক সহ তার পিএ কাউছার এর অনিয়ম নিয়ে রাজশাহীর একটি দৈনিক পত্রিকা ও সংবাদ চলমান উট কম.এ একটি সংবাদ প্রকাশ হওয়ায় ( জি এম) সেই প্রতিবেদক কে প্রান নাশের হুমকি সহ বিভিন্ন ভাবে হয়রানির হুমকি প্রদান করেছেন। সেই প্রতিবেদক আজ দুপুরে হুমকি দাতাদের নামে রাজশাহীর চন্দ্রিমা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এই নিয়ে রাজশাহীর সিনিয়র সাংবাদিকদের এক অংশ বলেন অবসরে যাওয়া( জি এম ) এর পিএ কাউছার যে নিয়ম বহিভুত ভাবে সেই চেয়ারে বসে আছে সেটি রেল পশ্চিমের অনেকেই জানে। একজন সাংবাদিক কে কিভাবে তারা হুমকি প্রদান করেন, ভবিষ্যতে এই অপশক্তির বিরুদ্ধে সাংবাদিক সমাজ রুখে দাঁড়াবে বলেও জানান তারা।