জাতীয় পাট দিবসে রাজশাহীতে র্যালি
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় জাতীয় পাট দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পন্যের বাংলাদেশ’ প্রত্যাশাকে সামনে রেখে শুক্রবার সকালে নওহাটায় নওহাটা জুট মিলস লিমিটেডের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে আরো রয়েছে শ্রমিকদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
নওহাটা জুট মিলস লিমিটেডের চেয়ারম্যান ও পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর রহমানের নেতৃত্বে ও সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন।
জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান শেখের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান ও সিনিয়র সচিব রইছ উল আলম মন্ডল, ব্যবস্থাপনা পরিচালক একেএম সাজেদুর রহমান খান, মহাব্যবস্থাপক (প্রশাসন) তৌহিদা খাতুন, মহাব্যবস্থাপক (পরিচালন) জিএম রুহুল আমিন, মহাব্যবস্থাপক (নি.হিয়া) মাজদার রহমান, বিভাগীয় জিএম আজিজুল ইসলাম সরকার। উপস্থিত ছিলেন পবা থানা ওসি তদন্ত বানী ইস্রাইলসহ আনন্ত্রিত অতিথি ও মিলের কর্মকর্তা-কর্মচারি ও শ্রমিকবৃন্দ।