চারঘাটরাজশাহী সংবাদ
চারঘাটে ২০৪ বোতল ভারতীয় ফেনসিডিল আটক
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে ২০৪ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে বিজিবি। বুধবার ভোর সাড়ে চারটার দিকে চারঘাটের কান্দিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, বুধবার ভোর সাড়ে চারটার দিকে রাজশাহী’র অধীনস্থ ইউসুফপুর বিওপি’র হাবিলদার ওমর ফারুক তার সঙ্গীয় ফোর্স নিয়ে কান্দিপাড়া নামক এলাকায় টহল চালায়। এ সময় একটি প্লাস্টিকের বস্তায় ২০৪ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে যার আনুমানিক সিজার মূল্য ৮১ হাজার ৬১০ টাকা। টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক/সনাক্ত করতে পারেনি টহল দল।
আটককৃত ফেনসিডিল প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা পরবর্তীতে জনসম্মুখে ধংস করা হবে বলে জানা যায়।