চারঘাটরাজশাহী সংবাদ
চারঘাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার -১
নিজস্ব প্রতিবেদক : চারঘাট ১৫০ বোতল ফেন্সিডিলসহ মোঃ ভুট্টু (৫৫), নামের এক মাদকক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বুধবার রাত সাড়ে ৭টায় চারঘাট থানাধীন ফুদকিপাড়া এলাকায় চালায় র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল। এসময় তাকে উক্ত ফেন্সিডিলসহ আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী ভুট্টু চারঘাট থানাধীন গোবিন্দপুর এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা যায়।