দূর্গাপুররাজশাহী সংবাদ

আড়াই কেজি স্বর্ণসহ গ্রেফতার বিমানকর্মী রিমান্ডে

সংবাদ চলমান ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণসহ গ্রেফতার হওয়া বাংলাদেশ বিমানের এয়ারক্র্যাফট টেকনিক্যাল হেলপার মেহেদি হাসানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৪ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই মোস্তাফিজুর রহমান।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদার হোসাইন এ রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন।

শনিবার বিকেল তিনটার দিকে আমদানি কার্গো কমপ্লেক্সের বাইরের রানওয়ে এলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারক্র্যাফট টেকনিক্যাল হেলপার মেহেদি হাসানের গতিবিধি সন্দেহজনক হওয়ায় প্রিভেন্টিভ কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করে।

এক পর্যায়ে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে কোমরে লুকানো অবস্থায় ২টি বান্ডিলে ২২টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ২ কেজি ৫৫০ গ্রাম।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button