আবরার হত্যার বিচার দাবিতে রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক:
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার বিচার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাজশাহী সরকারী সিটি কলেজ শাখা ছাত্রদল। বৃহস্পতিবার বিকেলে একটি বিক্ষোভ মিছিল নগরীর সোনাদিঘীর মোড় থেকে শুরু হয়ে সাহেব বাজার মনিচত্তর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুল হক মৃধা মোমিন,মহানগর সংগ্রামী দলের সিনিয়র সহ-সভাপতি সুব্রত রায়, সিটি কলেজ ছাত্রদল নেতা শাহ্ সাইফ আহম্মেদ রিফাত,যুগ্ম-সাধারন সম্পাদক তাজুল ইসলাম রাজু,রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক রায়হান ইসলাম রুদ্র,রিদয়,রাজপাড়া থানা ছাত্রদলের সাধারন সম্পাদক রায়হানুল ইসলাম রাতুল,যুগ্ম-সম্পাদক মশিউর রহমান রিদয়,সহ-সভাপতি ফিরোজ,সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান কোকো,সিটি কলেজ ছাত্রদল নেতা সাইফুল, ইফতেখার,আলভী,সাহিন,বোয়ালিয়া থানা ছাত্রদলের সহ-সভাপতি নুরুজ্জামান রাজন,যুগ্ম-সাধারন সম্পাদক আরাফাত হক রিয়াদ,শাহমখদুম থানা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাসিম মোহাম্মদ রায়হান,ছাত্রদল নেতা দুর্জয়,বিজয়,মুন,জয়,রোহানসহ সিটি কলেজ ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।