আত্রাইয়ে ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ট্রাক্টর ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জালাল খন্দকার বাবু (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১জন। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে আত্রাই-নওগাঁ আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল খন্দকার বাবু পার্শবর্তী রাণীনগর বাজার এলাকার আব্দুর রশিদ খন্দকারের ছেলে। তাৎক্ষনিক আহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত জালাল খন্দকার বাবু বুধবার বেলা সাড়ে ১২টার দিকে আত্রাই থেকে রাণীনগর যাওয়ার পথে উপজেলার মিরাপুর নামক স্থানে পৌচ্ছালে অপর দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী জালাল খন্দকারের মৃত্যু হয়। এবং মোটরসাইকেলে থাকা অপর একজন গুরুত্বর আহত হন। দুর্ঘটনার পর ট্রাক্টর চালক ট্রাক্টর রেখে পালিয়ে চলে যায়।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।