রাজশাহী সংবাদ

অভিযোগের বোঝা মাথায় নিয়েও পদ উন্নতি রেলওয়ের প্রকৌশলী সুবক্তগীনের

অভিযোগের বোঝা মাথায় নিয়েও পদ উন্নতি রেলওয়ের প্রকৌশলী সুবক্তগীনের

নিজস্ব প্রতিবেদকঃ নিয়োগ বানিজ্য থেকে শুরু করে বিভিন্ন অনিয়মের অভিযোগ মাথায় নিয়েও পদ উন্নতি পেয়েছেন রেলওয়ে পশ্চিমের সাবেক অতিরিক্ত প্রকৌশলী সুবক্ত গীন। চলতি বছরে ওয়েম্যানের নিয়োগ পায়( ১১১৩) জন এই কমিটির প্রধান ছিলেন এই কর্মকর্তা। ওয়েম্যানের নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে এই সুবক্তগীনের উপর একই আবেদন কারীর দ্বীতিয়বার চাকরিতে নাম আসা সহ কোটি টাকা লেনদেনের অভিযোগ উঠে তার উপর। রাজশাহী শ্রমিক লীগের পদধারী একজন সদস্য জানান, সুবক্তগীন ছিলেন পশ্চিম জোনের প্রকৌশলী ব্রীজের দ্বায়ীত্বে, এ সময় বিভিন্ন ঠিকাদার সহ একাধিক ব্যক্তি তার অনিয়মের বিরুদ্ধে একাধিক বার অভিযোগ তুলেন কিন্তু তিনি সু চতুর হওয়ায় কৌশলে পার পেয়ে যান। পশ্চিম রেলের বিপুল অর্থ লোপাট করে এখন রেলওয়ে পুর্ব জোনে পদউন্নোতি নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাজশাহী রেলওয়ের একটি সুত্র জানায়, ওয়েম্যানের নিয়োগের দূর্নীতির অভিযোগ তুলে এরই মাঝে উচ্চ আদালতে মামলা করেছে ভুক্ত ভোগী একাধিক ব্যক্তি। রেলওয়ে মহাপরিদর্শক (ডিজি) অফিসের একটি সুত্র জানায়, সুবক্তগীনের অনেক অভিযোগ (ডিজি) স্যারের এখানেও এসেছে তদন্ত সাপেক্ষেই বলা যাবে মুল ঘটনা কি। জানতে চেয়ে একাধিক বার সুবক্তগীনের সরকারি মুঠো ফোনে ফোন করেও তাকে পাওয়া যায়নি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button