পুঠিয়ারাজশাহী সংবাদ

অবশেষে হাইকোর্টের নির্দেশে শ্রমিক নেতা নুরুল হত্যা মামলা গ্রহনের নির্দেশ

স্টাফ রিপোটার ; অবশেষে পুঠিয়ার অলোচিত শ্রমিক নেতা নুরুল হত্যা মামলার সাক্ষ্য গ্রহন শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে মহামান্য হাইকোর্টের নির্দেশে রাজশাহীর চীফজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তালুকদার নিহত শ্রমিক নেতা নুরুল ইসলামের মেয়ে বাদী নিগার সুলতানাকে ডেকে নেন। আদালত চত্বরে গন মাধ্যম কর্মীদের নিগার সুলতানা জানান, আমার বাবাকে হারিয়ে আমি নিজেই বিভিন্ন হয়রানির শিকার হয়েছি একটি শক্ত সিন্ডিকেট পুনরায় আমার বাবার নামে একটি গল্প রটিয়ে সুনাম নষ্ট করার চেষ্টা করেছে, ঢাকার একজন সুনাম ধন্য আইনজীবী সত্য ঘটনা উৎঘাটনের চেষ্টা করলে তাকেও ফাঁসানোর চেষ্টা করেছে সেই সিন্ডিকেটের সদস্যরা। আজ মহামান্য হাইকোর্টের নির্দেশে যে এই মামলাটির সাক্ষ্য গ্রহন শুরু হয়েছে এর জন্য আমি আইনের কাছে কৃতজ্ঞ। উল্লেখ্য থাকে যে চলতি বছরে ১১ জুন পুঠিঁয়ার শ্রমিক ইউনিয়নের সদ্য নির্বাচিত নুরুল ইসলামের মৃতদেহ একটি ইটভাটা থেকে উদ্ধার করে পুলিশ। অজ্ঞাত কারনে পুঠিয়া থানার সদ্য বহিস্কৃত ওসি শাকিল উদ্দিন আহম্মেদ বাপ্পির রষানলে পড়ে হত্যা মামলাটি ভিন্ন খাতে প্রভাবিত হয় বলে প্রাথমিক অনুসন্ধানে বেরিয়ে এসেছে। রাজশাহীর একজন সিনিয়র আইনজীবী জানান মহামান্য হাইকোর্টের নির্দেশে এমন ভাবে মামলা নথি ভুক্ত ও সাক্ষ্য গ্রহন রাজশাহীর আদালতে এই প্রথম, যে বা যাহারা এই সত্যকে জয়ি করার চেষ্টা করছেন আমি তাদের কে সাধুবাদ জানাই।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button