আন্তর্জাতিকসংবাদ সারাদেশসারাদেশ

মেসিডোনিয়ায় হাসপাতালে আগুনে মৃত্যু ১০

আন্তর্জাতিক ডেস্কঃ

উত্তর মেসিডোনিয়ার অস্থায়ী একটি হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ১০ জন মারা গেছেন। গতকাল বুধবার রাত ৯টায় উত্তরপূর্বাঞ্চলের টিটোভো শহরে আগুন লাগার এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালের ভেতর থেকে আগুন লাগার ধোঁয়া বের হচ্ছে। সেখানে দমকলকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। এ দিকে ঘটনার পরেই দেশটির প্রধানমন্ত্রীর জোরান জায়েভ দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যান।

এদিকে, টিটোভো হাসপাতালে খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটি বিস্ফোরণের ফলে আগুন লাগে। আগুন নেভানো গেলেও অনেক জন মারা গেছেন। সরকারের একজন সিনিয়র কমকর্তা বলেন, আগুন লাগার সময় হাসপাতালে ঠিক কতজন ছিলেন তা সঠিকভাবে জানা যায় নি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে ১০ জনের মৃত্যুর খবর জানা গেছে। কিন্তু এই সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানান।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button